অবতক খবর,৬ নভেম্বর,বাঁকুড়া:- বাঁকুড়া জেলার বিভিন্ন মফস্বল গুলোতে চোখ মেললেই দেখা যাবে কালীপুজোর নানা থিমের চমক।এবছর পাত্রসায়ের বাস স্ট্যান্ড সার্বজনীনের ১৬ বছরে পদার্পন তাদের থিম গভীর অরণ্যে মৌ রাজ্য,নিবিড় জঙ্গলে মৌমাছিরা কিভাবে নিঃশব্দে বাস করে সেটাই তাদের ফিমে ফুটে উঠেছে,পুরো মণ্ডপটিতে ফোমের কারুকার্য ফুটে উঠেছে।

এই অতিমারি পরিস্থিতিতে মানুষকে প্রাকৃতিক ভাবে বাস করতে হবে এটাই উদ্যোক্তাদের বার্তা প্রতি।কোভিদ আবহে জৌলুস কিছুটা কমলেও,পুজোর কোন খামতি রাখেনি উদ্যোক্তারা।সমস্ত রকম কোভিদ বিধি এবং হাইকোর্টের নির্দেশিকা মেনেই এই পূজো অনুষ্ঠিত হচ্ছে।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, মানব সমাজের প্রতিটি সদস্য প্রতিদিন ব্যস্ত হয়ে পড়ছেন। ভুলে যাচ্ছি প্রকৃতির কথা। আর তার ফল ভোগ করছি আমরা। যার অন্যতম উদাহরণ কোভিড। আর ঠিক সেই কারণে প্রকৃতির কথা মানুষির কাছে তুলে ধরতেই এই থিম ভাবনা বলে জানানো হয়েছে।