অবতক খবর , পিন্টু প্যাটেল , বর্ধমান :- মঙ্গলবার ভোরের দিকে ঘটল দুর্ঘটনা, পাথর বোঝাই১০ চাকার লরি উল্টে গেল গ্রিলের দোকান এর উপর। দুর্ঘটনাটি ঘটল পূর্ব বর্ধমানের গাংপুর হাটতলা এলাকায়।

স্থানীয়দের অভিযোগ গাড়িটি ওভারলোড পাথরবোঝাই ছিল তখনই এন বি আই তাড়া খেয়ে দুই নম্বর জাতীয় সড়ক থেকে নেমে পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই পাশে থাকা ড্রেনের উপর গাড়িটি দাঁড়ায় তখনই ঘটে এই দুর্ঘটনা। গাড়িটি ড্রেনের উপরের সেলাপ ভেঙে উল্টে যায় পাশে থাকা গ্রিলের দোকানের উপর।

এই ঘটনায় গ্রিলের দোকানে অনেক তৈরি করা গ্রিল নষ্ট হয়ে গেছে ও প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকানের মালিক এবং গ্রিলের দোকানের সামনের অংশ ভেঙে গেছে। দোকানের মালিক এর দাবি তার যেটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটুকু ক্ষতিপূরণ যেন তিনি পান।

স্থানীয়রা অভিযোগ করেন প্রায়শই দেখা যায় যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে পুলিশ তোলা তুলছে ।এর ফলে অনেক গাড়ি পালিয়ে যাবার জন্য জাতীয় সড়ক ছেরে পাশের রাস্তা ধরে , তখনই ঘটে এইরকম ধরনের দুর্ঘটনা।

আজ ভোরের দিকে হওয়ায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এই গ্রিলের দোকান। কারণ এখানে অনেক কর্মী কাজ করেন এবং ওখানে অনেকে দাঁড়িয়ে থাকে।স্থানীয়রা জানান, গাড়ির মধ্যে ড্রাইভার ও খালাসী ছিল ঘটনার পরেই তারা সেখান থেকে পালিয়ে যায়।