অবতক খবর,৭ ফেব্রুয়ারী,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: পাথর বোঝাই ১৬চাকা ডাম্পার রাস্তার ধারে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নয়ন জলির খালে, আহত ডাম্পার চালক মন্তেশ্বরে। আজ সকাল নাগাদ ঘটনাটি ঘটেছে মেমারি মালডাঙ্গা রাস্তা মন্তেশ্বরের ময়নামপুর মোড় সংলগ্ন এলাকায়।
জানা গিয়েছে ১৬ চাকা ডাম্পারটি রামপুরহাট থেকে পাথর বোঝাই করে নিয়ে মালডাঙ্গা মন্তেশ্বর রোড হয়ে মগরা ত্রিবেণীর দিকে নিয়ে যাচ্ছিল। মন্তেশ্বরের ময়নামপুর মোড় সংলগ্ন এলাকার কাছে বিপরীত দিক থেকে আসা একটি লড়িকে পাস কাটাতে গিয়ে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে রাস্তায় ধারে নয়নজুলিতে উল্টে যায়১৬ চাকার ডাম্পারটি।
বিদ্যুতের খুঁটিটি ভেঙে পড়ে রাস্তায় বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও আহত হয়েছে ১৬ চাকার ডাম্পারের চালক। প্রত্যক্ষদর্শীরা জানান সকাল বেলায় ঘটনাটি ঘটায় তাই বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। যেহেতু এই স্থানটি জনবহুল এলাকা সকালবেলায় মানুষজন ছিল না বলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটেনাই বলে জানান তারা।
তড়িঘড়ি স্থানীয়দের সহযোগিতায় মন্তেশ্বর থানার পুলিশ চালককে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে চিকিৎসার জন্য । চালক এখন সুস্থ আছে বলে জানা যায়। এবং চালক চিকিৎসাধীন আছে বলে জানা যায়।