অবতক খবর,১২ মার্চ: বৃহস্পতিবার ব্যারাকপুর ১ পঞ্চায়েত সমিতির উদ্যোগে পানপুরে ব্লক উন্নয়ন সমষ্টি আধিকারীকের কার্যালয়ে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে প্রাক বসন্ত উৎসব ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। এই বসন্ত উৎসবের প্রদীপ প্রজ্জ্বলন করেন ব্যারাকপুর এক উন্নয়ন সমষ্টি আধিকারিক গার্গী দাস।
এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাটপাড়া পৌরসভার চেয়ারপারসন রেবা রাহা, ব্যারাকপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে, সহ-সভাপতি নরেন্দ্র নাথ পাল, পূর্ত দপ্তরের কর্মদক্ষ বলরাম সাঁতারা সহ ৮ টি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ জেলা পরিষদ , পঞ্চায়েত সমিতি সহ পঞ্চায়েত সদস্যগন।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে জানান বসন্ত উৎসবের মাধ্যমে শুধু রঙের খেলা নয় তার পাশাপাশি আটটি পঞ্চায়েতের মধ্যে যারা সেলফ হেল্প গ্রুপ পশুপালন মৎস্য পালন ওচাষীদের নিয়ে যারা ভাল কাজ করেছে তাদের পুরস্কৃত করা হবে। সমস্ত ভেদাভেদ মনের গ্লানি দূরে সরিয়ে রেখে রংয়ের খেলায় মেতে ওঠার আহ্বান জানান।