অবতক খবর,২২ জুলাই: পানিহাটি ঈশ্বর চ্যাটার্জি রোডে অসামাজিক কাজকর্ম বেশ কিছুদিন ধরে চলছিল বলে অভিযোগ স্থানীয় বেশ কিছু মানুষের। সোমবার দুপুরে মানুষের সেই জনরোস আছড়ে পড়ল এক তৃণমূল কর্মীর দলীয় কার্যালয়ে। যেখানে ভাঙচুর চালানো হলো।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়দহ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে খড়দহ থানার সামনে বিক্ষোভ দেখানো হয়।

জানা গেছে গতকাল পানিহাটি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড সভাপতি রানা পালকে মারধরের অভিযোগ পরিতোষ নামে এক দুষ্কৃতির। আর সেই পরিতোষকে দীর্ঘদিন ধরে মদদ দেওয়ার অভিযোগ বুবাই মল্লিক নামে পানিহাটি পশ্চিম তৃণমূলের যুব সভাপতি বিরুদ্ধে।
এমনকি বুবাই মল্লিকের বিরুদ্ধে অসামাজিক কাজকর্ম, আটটা ঠেক চালানোর অভিযোগও উঠেছে। সোমবার সেই বুবাইয়ের কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিম পানিহাটি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রবীর ভট্টাচার্য্য জানান ‘এলাকার মানুষ প্রচন্ড রেগে আছেন। তারই প্রতিফলন। তৃণমূল করা মানে কোন অন্যায় নয় দল করে যদি কেউ অন্যায় করে মানুষ তো প্রতিবাদ করবেই। সমাজবিরোধী কার্যকলাপ কে কথা প্রশ্রয় দেওয়া যাবে না পাশাপাশি কোথাও হলে তার প্রতিবাদও করতে হবে।
তিনি বলেন মা বোনেদের সম্মান নিয়ে যখন ছিনিমিনি খেলা হয়, এলাকার মানুষ যখন শান্তিতে বসবাস করতে পারে না তারা ঠিক মতো ব্যবসা করতে পারেনা তখনই মানব তিথিবিরক্ত হয়ে এরকম ধরনের সিদ্ধান্ত নেয়।