অবতক খবর,২১ মার্চ:  পানিহাটি পৌরসভার অমরাবতী মাঠ নিয়ে যে অচল অবস্থা তৈরি হয়েছিল পদত্যাগ করতে হয়েছিল পৌরসভার চেয়ারম্যান মলয় রায় কে। আজ পৌরসভার চেয়ারম্যান পদে মনোনীত হলেন পানিহাটি পৌরসভা ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে। আর এই চেয়ারম্যান পদ নিয়েই মুখ খুললেন বিজেপি নেতা অর্জুন সিং।

তিনি বলেন সেই লোকটাকেই চেয়ারম্যান পদে বসানো হলো যে অভয়া কান্ডে মৃতদেহ জোর করে দাহ করে দিয়েছিল। এই সোমনাথ দে কে দুবার সিবিআই ডেকেছিল। এই সোমনাথ দিয়ে যাতে বিনীত গোয়েলের নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নেয় তার জন্য সোমনাথকে গিফট চেক দেওয়া হল। এই কারণে মলয় রায়কে অজুহাত দেখিয়ে সরিয়ে দেওয়া হলো মাঠ বিক্রির অজুহাত দেখিয়ে।