অবতক খবর,৭ আগস্টঃ শিল্পাঞ্চলের বুকে যথেষ্ট গুরুত্ব রয়েছে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের। এখানে রোগীর চাপ অত্যাধিক। ভাটপাড়া ও জগদ্দল বিধানসভা কেন্দ্রের পাশাপাশি পার্শ্ববর্তী নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের অঞ্চলের মানুষজনও এখানে চিকিৎসার জন্য আসেন। অভিযোগ উঠেছে, গত দু-তিনমাস ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে এই হাসপাতাল।

অভিযোগ, হাসপাতাল জুড়ে কুকুর-বিড়াল ঘুরে বেড়াচ্ছে। যদিও জলের সমস্যার কথা স্বীকার করে নিয়ে হাসপাতাল সুপার মিজানুল ইসলাম বলেন, ভাটপাড়া পুরসভার সঙ্গে আলোচনা হয়েছে। ভাটপাড়া পুরসভার তরফে পানীয় জলের ট্যাঙ্ক করে দেবার কথা বলা হয়েছে। ট্যাঙ্ক তৈরি হয়ে গেলে এই সমস্যা মিটে যাবে। কুকুর-বিড়াল ঘুরে বেড়ানো নিয়ে হাসপাতাল সুপার বলেন, হাসপাতালে স্টাফের অভাব রয়েছে। পুরসভা অথবা কোনও স্বেচ্ছাসেবী সংস্থা কুকুর-বিড়াল তাড়ানোর উদ্যোগ নিলে উপকৃত হতাম।