অবতক খবর,২২ মে: আমফান এই যে প্রাকৃতিক বিপর্যয়, বিপদাপন্ন বীজপুর অঞ্চলের মানুষ। কারণ অঞ্চলে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। দুদিন যাবত মানুষ যথাযথভাবে পানীয় জল পাচ্ছেন না, বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে বিঘ্নিত হয়ে পড়েছে। ফলত, পানীয় জল সরবরাহ করা যাচ্ছে না একথা অনস্বীকার্য। কিন্তু পৌর কর্তৃপক্ষ এই সংকটের যে সম্মুখীন হতে পারেন তার তেমন কোন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেননি, এতে ওয়ার্ডের মানুষের হয়রানি হচ্ছে।এটি উপলব্ধি করতে পেরেছেন বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়। তিনি নিজ দায়িত্বে তাঁর যে পরিচালনাধীন স্কুল রয়েছে সেই স্কুল থেকে ট্যাংকে করে পানীয় জল সরবরাহ করেছেন বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে। এটি একটি উল্লেখযোগ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এই অঞ্চলে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য,বীজপুর বিধায়ক বর্তমানে বিজেপি দলের সদস্য এবং নেতা। তিনি জনস্বার্থে এই কাজের যে উদ্যোগ নিয়েছেন,এটি সাধারণ মানুষের চোখে পড়েছে।‌কেননা পৌরসভা এ ব্যাপারে কোনো উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে পারেনি।

অনেকেই অভিযোগ করেছেন পৌরসভা তো জলের ট্যাঙ্ক বিভিন্ন অনুষ্ঠানে সরবরাহ করেন, সেখান থেকে তারা উপার্জনও করেন। তাহলে আজ মানুষের এই দুর্গত অবস্থায় তারা কেন এই জলের ট্যাঙ্ক বিভিন্ন ওয়ার্ডে সরবরাহ করে মানুষকে এই বিপদাপন্ন অবস্থা থেকে উদ্ধার করলেন না?

এদিকে কাঁচরাপাড়ার পৌর প্রশাসক সুদামা রায়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান যে, কাঁচরাপাড়া অঞ্চলে পানীয় জলের কোন অসুবিধা নেই। যে সমস্ত ওয়ার্ডে বিদ্যুৎ ব্যবস্থার বিপর্যয় ঘটেছিল সেই সমস্ত ওয়ার্ডে পানীয় জলের ট্যাঙ্ক পাঠিয়ে দেওয়া হয়েছে। হাজীনগর থেকে ট্যাংকে জল এনে সরবরাহ করা হচ্ছে।অতি দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু হয়ে যাবে এবং পানীয় জলের অভাব থাকবে না। অন্যদিকে বিধায়ক শুভ্রাংশু রায় দাবি করেছেন যে, তিনি তাঁর স্কুলের জলের ট্যাঙ্ক থেকে পৌরসভাকে পানীয় জল সরবরাহ করছেন। এ প্রসঙ্গে পৌর প্রশাসক সুদামা রায় জানান যে,না বিষয়টি ঠিক নয়। এখন এই পরিস্থিতিতে রাজনীতি করার একটা সুযোগ নেওয়ার অপচেষ্টা চলছে। সেইজন্যই তিনি এই কথা বলছেন।