অবতক খবর , শিলিগুড়ি : পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং শিলিগুড়ি পৌর কর্পোরেশনের আয়োজনে রাখি বন্ধন উৎসব পালন হল শিলিগুড়ি বিধান মার্কেটর ঢিল ছোড়া দূরত্বে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন গোষ্ঠ পাল মূর্তির নিকটে। এদিনের এই মহৎ উৎসবে প্রতিবছরের মতো না হয়ে ভিন্ন স্বাদে পালিত হল। পশ্চিমবঙ্গ সরকার এই দিনটিকে সংস্কৃতি দিবস হিসেবেও আখ্যা দিয়েছেন।
এদিন এই অনুষ্ঠানের মাধ্যমে পথচারীদের রাখি পরানোর সাথে করোনা মোকাবেলায় বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।সম্পূর্ণ অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন পানু দও মজুমদারের শতবার্ষিকী উদযাপন কমিটি।উপস্থিত ছিলেন কমিটির সভাপতি নান্টু পাল,এবং কমিটির সচিব বাবলু তালুকদার সহ অনেকেই।