তবক দেওয়া পান মুখে করে সত্য ফেরারী।
কবি আসাদ চৌধুরী চলে গেলেন

পান খেয়ে ঠোঁট লাল যে কবির
তমাল সাহা

সত্য ফেরারী কোথায় পালালো
তাকে তুমি খুঁজছিলে
তখন তুমি সত্যিকারের মানুষ ছিলে
কোথায় কোথায় আগুন থাকে খুঁজে তা দেখছিলে

রিপোর্ট ৭১-এ
হাজার হাজার ধর্ষিতা রমণীর কথা লিখছিলে
ভিয়েতনামে নিরস্ত্রদের
ঠাণ্ডামাথায় হত্যা দেখে ফুঁসছিলে

আমি তোমায় প্রশ্ন করি বীরাঙ্গনাদের চোখে আগুন কোন দৃষ্টিতে তুমি দেখছিলে
নারীদের এই আগুনে হৃদয় কেন পোড়াচ্ছিলে?

শহীদদের কাছে একটি প্রশ্ন তুমি তুলেছিলে
তার জবাব পাওনি তুমি, নাকি পেয়েছিলে?

সহজ রেখায় কলম হাতে
শব্দের জাল বুনছিলে
প্রেম প্রতিবাদ দ্রোহে বিদ্রোহে
মানুষের মন জিতছিলে

মাটিতে দাঁড়িয়েই কবিতা লিখতে হয়
সোচ্চারে তা বলছিলে
মানুষ ছাড়া কে আছে আর?
তাদের হাতেই গোরের মাটি চাইছিলে

কাঁধে ঝোলা, পান খেয়ে ঠোঁট লাল
পথে পথে হাঁটছিলে
মরার চোখে আগুন ছিল
একথা তুমি কি করে ভাবছিলে?

শব্দের পোশাক ফেলে রেখে
সেজেগুজে বেশ যাচ্ছিলে
তবক দেওয়া পান সেজেছি
হাত বাড়িয়ে নিয়েছিলে?