অবতক খবর : পূর্ব বর্ধমানের মেমারিতে পাবজি প্রতিযোগিতায় পুলিশ হানা দিয়ে গ্ৰেপ্তার করল দুজনকে। মেমারির চপদিঘি এলাকার একটি লজে আয়োজন করা হয়েছিল এই পাবজি প্রতিযোগিতার। প্রথম পুরষ্কার ছিল ট্রফি ও ১৫ হাজার টাকা।
এছাড়াও ছিল আকর্ষণীয় দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার। অন্যদিকে প্রবেশ মূল্য জনপ্রতি ৬০ টাকা করে। আর এক একটি গ্ৰুপে ছিল ৪ জন করে। এই রকম প্রায় ১০০টি গ্ৰুপ ছিল। এদিন স্থানীয়রা বিষয়টি দেখতে পান এবং পুলিশকে জানান। উদ্যোক্তাদের মধ্যে একজন জানান সকলের অনুমতি নিয়েই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। স্থানীয়দের সঙ্গে কথা বললে তারা জানান এই অনলাইন গেম যুবসমাজকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে তারা ডুবে আছে গেমে।
যার ফলে তাদের কোনো কিছুতেই মনোযোগ নেই। অন্যদিকে পাবজি নিয়ে জুয়া চলছে। দেশের বেশ কয়েকটি রাজ্যে বন্ধ করে দেয়া হয়েছে পাবজি তারা চাইছেন পশ্চিমবঙ্গে পাবজি বন্ধ হোক। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা।