অবতক খবর :: বহরমপুর ::   বহরমপুর থানার অন্তর্গত গোয়ালজান বুধুর পাড়াই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এক বৃদ্ধা। মৃতার নাম শিখা বাগচী (৫৭)।

প্রতিবেশী ও সূত্রের খবর জানা যাচ্ছে দীর্ঘদিন ধরেই ছেলে বিপুল বাগচী ও বৌমা টুম্পা বাগচী শাশুড়ির সঙ্গে প্রতিদিনই অশান্তি করত, এবং বাড়ি জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তাদের পরিবারে অশান্তি চলছিল জানা যাচ্ছে, শাশুড়ি বাড়িতে আসতে ছেলে এবং বৌমা তার ওপর অত্যাচার চালায় প্রতিদিনই অশান্তি ঝগড়া সহ্য করতে না পেরে আজ সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।

প্রতিবেশীদের অভিযোগ ছেলে ও বৌমার কারণেই শিখা বাগচীর মৃত্যু হয়েছে। খবর দেয়া হয় বহরমপুর থানার পুলিশ কে। পুলিশ ছেলে বিপুল বাগচি কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায়। এটি খুন না আত্মহত্যা তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।