অবতক খবর,২ মে: জমি সংক্রান্ত পারিবারিক বিবাদের জেরে এক পক্ষ অন্য পক্ষের নামে মামলা দায়ের করেন। আর তার জেরেই ৪২ দিন জেল খাটতে হলো একই পরিবারের চারজনকে শেখ সাবির হোসেন,শেখ নুরুল ইসলাম,শেখ বাবুল,শেখ কায়ুম।

এমনি ঘটনা ঘটেছে আসানসোলের বারাবনি এলাকার রামপুর গ্রামের বাসিন্দার।
আর ওই প্রসঙ্গেই শনিবার জেল থেকে ছাড়া পেয়ে সাবির হোসেন বলেন, আমার ভাইপো আমায় ও আমার পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল খাটালো। সামান্য ঘটনাকে কেন্দ্র করে সে আমাদের ৪২ দিন জেল খাটালো। সেই সাজার পরে শনিবার আমরা জামিনে মুক্ত হলাম।

ঘটনাটি ঘটেছিলো পশ্চিম বর্ধমান জেলার বারাবনি থানার অন্তগত রামপুর গ্রামে। জমি সংক্রান্ত বিবাদের কারণে আগ্নেয়াস্ত্র মামলায় ৪২ দিনের জন্য জেল হাজত হয় বলে অভিযোগ আনেন শেখ সাবির হোসেন। জানা গেছে পারিবারিক জমি বিবাদের কারণে নিজেরেই কাকা মামলায় অভিযুক্ত করে পরিবারের ৪ জনকে। মামলা হবার পর ৪২ দিন ৪ জনের জেল হাজত হয়। অবশেষে শনিবার তারা জামিন পায়। কাকা সাবির হোসেনের অভিযোগ অকারণে আমাদেরকে ফাঁসানো হয়েছে মামলায়।যদিও এই ঘটনার সত্যতা আমাদের হাউস যাচাই করেনি।