অবতক খবর ২০ জুন: একলাস বেগ (বয়স ২৯) ও সোনা নামে স্থানীয় ২ জন যুবক বাইক নিয়ে যাচ্ছিলেন। সেই থেকেই ঘটনার সূত্রপাত।

গত শুক্রবার বিকেল ৪.৩০ টে নাগাদ মূল অভিযুক্ত সোনার বাইক কে ওভারটেক করে একলাসের বাইক । কেন বাইক ওভারটেক করল টা নিয়ে দু পক্ষের মধ্যে বচসা হয় । তারপর পুলিশ সূত্রে খবর রাত ১২ টার সময় এলাকায় একটি দল এসে একলাসকে লক্ষ করে সুট আউট করে । একলাস এর ডান পায়ে গুলি লাগে । সূত্রের খবর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এরপর ঘটনার এরপর ঘটনাস্থলে আসে পার্কস্ট্রিট থানার পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, সোনার এর আগেও এলাকার বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে সে জড়িত ছিল ।

শুট আউটের ঘটনায় পুলিশের তরফে প্রাথমিক ভাবে ৫ জনকে গ্রেফতার করা হয় কিছু দিন আগে । এই ৫ জনকেই কিছু দিন আগে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হলে 20 জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত ।

*এই ৫ জন অভিযুক্তের নাম :-*

১. ফারুক খান
২. আসিফ আহমেদ
৩. আফতার আলি খান
৪. ম্যাথু নোয়েল গাঞ্জ
৫. শাব্বির খান
ভারতীয় দণ্ডবিধির যে যে ধারায় মামলা রুজু করা হয়েছে :- আইপিসি ৩০৭ (হত্যার চেষ্টা), আইপিসি ৩৪, আইপিসি ২৫(১) A&B, ২৭ আর্মস অ্যাক্ট।

গতকাল লালবাজারের গুন্ডা দমন শাখা ( ars dd এন্টি রাউড়ি স্কোয়াড ) ঝাড়খণ্ড এর গিরিডি এ তল্লাশি অভিযান চালিয়ে পার্ক স্ট্রিট গুলি কান্ডের মূল অভিযুক্ত মোঃ ফাহিমুদ্দিনফ ওরফে সোনা কে গ্রেফতার করা হয় । এবং তাকে ঝাড়খণ্ড এর আদালতে পেশ করে । তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয় এবং আজ তাকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় । ভারতীয় দণ্ডবিধির 307 এবং 34 আইপিসি এবং r/w 25/27 অস্ত্র আইন এর ধারা দেওয়া হয়েছে এর বিরুদ্ধে ।