অবতক খবর,৩ মে: দুদিন আগেই উদ্বোধন হয়েছে কাঁচরাপাড়া ১০ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কার্যালয়। উদ্বোধন করেন কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন সমস্ত তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ও কর্মীবৃন্দ।

কিন্তু পার্টি অফিস যেন এখন নিজেই প্রশ্ন করছে,আমি কার?

কারণ বিনোদ নগর ঢোকার মুখেই যে পার্টি অফিস ছিল সেটি ছিল অস্থায়ী। সেটিকে ভেঙে ওই জায়গায় তৈরি হচ্ছে ফ্ল্যাট। আর সেখানেই এই নতুন তৃণমূলের পার্টি অফিস তৈরি হয়েছে। কিন্তু পার্টি অফিসটি কার নামে রয়েছে তা এখনও পরিষ্কার নয়। রেজিস্ট্রেশন কার নামে রয়েছে? উঠেছে প্রশ্ন। কে-ই বা এই জায়গার মালিক?

ওই ওয়ার্ডের কাউন্সিলর শম্ভুনাথ বোস জানান,”পার্টি অফিসটি কার নামে তা আমিও সঠিক জানি না। কার নামে রেজিষ্ট্রেশন তাও আমার জানা নেই। তবে নিয়ম অনুযায়ী পার্টি অফিসটি চেয়ারম্যান অথবা কাউন্সিলরের নামেই থাকা উচিত। এক্ষেত্রে কার নামে হয়েছে,কে মালিক এ ব্যাপারে আমি কোন মন্তব্য করব না।”

তিনি পরিষ্কার করে কিছু না বললেও তাঁর কথার মধ্য দিয়েই মানুষের মনে প্রশ্ন উঠে গেল,পার্টি অফিস তুমি কার????