অবতক খবর,২২ জুলাইঃ উদ্ধার ২০টি মোবাইল ফোন। ইডি সূত্রে আরও দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে যোগ রয়েছে টাকার। ব্যাঙ্ক অফিসারদের সাহায্য নিয়ে গোনা হচ্ছে টাকা দিনভর ইডির ম্য়ারাথন তল্লাশি। বিকেল গড়াতেই ইডির তল্লাশিতে উদ্ধার হল ২০ কোটি টাকা। ইডি সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এই টাকা। উদ্ধার হয়েছে ২০টি মোবাইল ফোনও। ইডি সূত্রে আরও দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে যোগ রয়েছে টাকার। ব্যাঙ্ক অফিসারদের সাহায্য নিয়ে গোনা হচ্ছে টাকা।
কোথা থেকে এল এই টাকা? ২০টি মোবাইলই বা কী কাজে ব্যবহার করা হত সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।এদিন রাত ৮টা নাগাদ ইডির ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করে জানানো হয় এই খবর।
ট্যুইটে লেখা হয়, ‘পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু করে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।’ সঙ্গে স্তুপাকার নগদ টাকার ছবি ওপোস্ট করা হয়েছে ইডির তরফে।