অবতক খবর,৭ ফেব্রুয়ারি: সোমবার উত্তরপ্রদেশে যাওয়ার আগে বিক্ষুব্ধদের বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। প্রার্থী নিয়ে অসন্তোষের প্রশ্নে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “সবাইকে খুশি করা যাবে না। পার্থ-বক্সির দেওয়া তালিকাই চূড়ান্ত।”
প্রার্থী পছন্দ না হওয়ায় ক্ষোভ উগরে দিচ্ছে দলেরই একাংশ। সরব হয়েছেন দলের নেতাদেরও একাংশ। এই পরিস্থিতিতে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।