অবতক খবর,৪ জুলাই: পাড়ার কলে জল নেওয়াকে কেন্দ্র করে ঝামেলার জেরে এক মহিলার মাথায় ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ সামনে এসেছিলো জগদ্দলের কাউগাছি এলাকায়। বুধবার ঘটনাটি ঘটেছে বাসুদেবপুর থানার কাউগাছি-১ গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর অন্নপূর্ণা ঘ্যাস মাঠ এলাকায়।

আক্রান্ত ৩৮ বছরের রুপা দেবনাথকে ব্যারাকপুর বি এন বোস হাসপাতাল থেকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। যদিও আক্রান্তের দাবি, বিজেপি করার অপরাধে তাকে মারধোর করা হয়েছে।

তাঁর অভিযোগ, অসুস্থ মা ও ভাইকে বেধড়ক পেটানো হয়েছে। তবে গোটা বিষয় নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং। তিনি বলেন জগদ্দলের মানুষ কি করে তৃণমূলকে ভোট দেয়।এখানে পুকুর ভরাট, বেআইনি কাজের রমরমা চলছে।

সবথেকে তাৎপর্যপূর্ণ এখানে শুধু বিজেপি কর্মীরা মার খায় তা নয় এখানে তৃণমূলের কর্মীরাও তৃণমূলের হাতে মার খায়। ২০২৬ সালে যদি ফের মমতা ব্যানার্জি সরকার তৈরি হয় তাহলে বাংলায় তালিবানি শাসন শুরু হয়ে যাবে।