অবতক খবর,৭ আগস্ট: বুধবার দুপুরে হাওড়ার শ্যামপুর থানা এলাকার ৫৮ গেট পর্যটন কেন্দ্রের কাছে একটি হোটেলের ছাদে রান্না করতে গিয়ে পা পিছলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক যুবকের। মৃতের বাড়ি পূর্ব মেদনীপুর।

জানা গিয়েছে পর্যটন কেন্দ্র লাগোয়া ওই হোটেলের ছাদে বেআইনিভাবে সেড তৈরি করা হয়েছিল এবং সেই সেটের পাশ দিয়েই চলে গিয়েছে ইলেকট্রিকের তার। এদিন দুপুর বারোটা নাগাদ কাজ করতে গিয়ে পা পিছলে সরাসরি ইলেকট্রিকের তারে জড়িয়ে যায় ওই যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। প্রায় আধ ঘন্টা ধরে ওই যুবক ইলেকট্রিকের তারে ঝুলে ছিল বলে, জানিয়েছে এলাকার বাসিন্দারা। পরে খবর পেয়ে পুলিশ এবং দমকল ওই যুবকের দেহ নামায়।

এরপরই পর্যটন এলাকায় হোটেল গুলির বেআইনি ব্যবসা এবং কাজকর্মের প্রতিবাদে দেহ বেশ কিছুক্ষণ আটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। পরে শ্যামপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এলাকার বাসিন্দাদের অভিযোগ পুলিশ এবং প্রশাসনের নাকের গলায় বিদ্যুৎ এর তারের এক ফুট দূর থেকে কিভাবে লোহার শেড তৈরি হলো তা নিয়ে ব্যাপক ক্ষোভ থাকা সত্ত্বেও রম্য নিয়ে চলেছে হোটেলটি।

এ বিষয়ে কোনো রকম আপত্তি কর্ণপাত করেনি প্রশাসনিক কর্তারা। পুলিশ হোটেলটির মালিক কে আটক করেছে বলে জানা গিয়েছে।