অবতক খবর,১৭ এপ্রিল: লকডাউনের কারণে ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্যান্য জুটমিলগুলির মত হুকুমচাঁদ জুটমিলও বন্ধ। আর বন্ধের কারণে এখানকার শ্রমিকরা বেতনও পাননি। এই সংকটময় পরিস্থিতিতে শ্রমিকদের একটু স্বস্তি দিতে জুটমিল কর্তৃপক্ষ তিনমাসের বেতনের সমান অর্থ পিএফ থেকে উত্তোলনে ছাড় দিয়েছেন। কিন্তু সেই অর্থ পিএফ-এ জমা অর্থের ৭৫ শতাংশের বেশি হলে চলবে না। ভারত সরকারের কেন্দ্রীয় শ্রম মন্ত্রণালয় ২৮ মার্চ জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী শ্রমিকদের বেতন দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু জুটমিল শ্রমিকরা কোন বেতন পাননি। বিজ্ঞপ্তি অনুযায়ী হুকুমচাঁদ জুটমিলের ট্রাস্টি বোর্ড সিদ্ধান্ত নিয়েছেন যে, শ্রমিক কর্মচারীরা তাদের পিএফ থেকে তিন মাসের সমান বেতন অথবা ৭৫ শতাংশ অর্থ তুলতে পারবেন। জুটমিলের গেটে এই নোটিশ দিয়ে শ্রমিকদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। অন্যান্য শহরে বসবাসকারী শ্রমিকদের বিষয়টি জানানোর জন্য মিলের সকল রেজিস্টার্ড ইউনিয়নগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এই অর্থ উত্তোলনের ইচ্ছুক শ্রমিকদের শুক্রবার সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত জুট মিলের ১ এবং ৬ নম্বর গেটের সামনে থেকে ফর্ম সংগ্রহ করতে হবে। ফর্ম পূরণ করে যাবতীয় নথিপত্রের জেরক্স কপি নিয়ে আগামী ১৮ এপ্রিল জমা দিতে হবে। এরপর আবেদনকারীর একাউন্টে টাকা ট্রান্সফার করা হবে।