অবতক খবর,২৩ মার্চ,বীরভূম,সদাইপুর: কয়লা পাচার রুখতে তৎপর রয়েছে বীরভূম জেলার সদাইপুর থানার পুলিশ। আজ সদাইপুর থানার ঝরিয়া মহম্মদপুরে কয়লা বোঝাই টাটা ম্যাজিক পিক আপ ভ্যান আটক করল পুলিশ। এই গাড়িতে প্রায় ২ টন কয়লা মজুত ছিল। তবে পুলিশকে দেখে চম্পট দেয় পিক আপ ভ্যানের চালক।
পুলিশ সূত্রে খবর, কয়লা বোঝাই টাটা ম্যাজিক পিক আপ ভ্যানটি দুবরাজপুর থেকে ঝরিয়া মহম্মদপুর গ্রাম হয়ে পাঁড়ুইয়ের দিকে যাচ্ছিল। সদাইপুর থানার পুলিশ সূত্রে মারফত খবর পেয়ে ঝরিয়া মহম্মদপুরের রাস্তায় কয়লা বোঝাই টাটা ম্যাজিক পিক আপ ভ্যানটিকে আটক করে। উল্লেখ্য, বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে কড়া নির্দেশের পরও কিছু অসাধু ব্যক্তি পুলিশের নজর এড়িয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে কয়লা পাচার করছে। তবে এবারও পুলিশের হাতে পাকড়াও কয়লা বোঝাই পিক আপ ভ্যান।