পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যু সংক্রান্ত বিষয়ে শিক্ষক পিতা ও চিকিৎসক পুত্রের মধ্যে কথোপকথন এবং দ্বন্দ্ব বেঁধে গেল….
পিতা পুত্র
তমাল সাহা
পিতা শিক্ষক, পুত্র ডাক্তার।
পিতা আজ পরীক্ষা নিচ্ছে তার।
অত বড় পুত্র!
পিতা টেনে ধরে কান।
এত ব্যয়ে ডাক্তারি পড়ালাম
শিক্ষাকে করলি অপমান?
করোনা আক্রান্ত ১০৫,
মৃত্যু ৩৩ পজিটিভ।
বাকি ৭২-এর মৃত্যু তবে কিসে?
খুলে বল্, ওরা মরলো কোন বিষে?
বল্! বল্! এই তোর শিক্ষার কোয়ালিটি?
শোনো বাবা, শোনো,
মাথার উপর রয়েছে ডেথ অডিট কমিটি।
বাবা আঁতকে ওঠে, ডেথ কমিটি!
পুত্রের দিকে তাকায় মিটিমিটি।
অত বড় ডাক্তার কেঁদে বলে,
আমি বলছিনা, রাষ্ট্র বলছে,
এই মৃত্যুর কারণ কো মরবিডিটি।