অবতক খবর: পঞ্চায়েত ভোট মিটলেও রাজ্য-রাজভবন সংঘাত মিটছে না। পঞ্চায়েত ভোট সংক্রান্ত হিংসার অভিযোগ শুনতে রাজভবনে পিস রুম চালু করেছিলেন রাজ্য়পাল সিভি আনন্দ বোস। সেখানে অভিযোগের পাহাড় জমা পড়েছে বলে জানা গিয়েছে। এবার সেই সমস্ত অভিযোগ আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হল রাজ্য নির্বাচন কমিশনকে। রাজভবন সূত্রে খবর, ভোটগণনার দিন অবধি সেখানে জমা পড়া সমস্ত অভিযোগ আদালতে পেশ করতে হবে, রাজ্য় নির্বাচন কমিশনকে এমনই নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকে রাজ্যের বেশ কয়েকটি এলাকায় অশান্ত পরিবেশ তৈরি হয়েছিল। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। মনোনয়ন পর্ব এবং গোটা ভোট প্রক্রিয়া চলাকালীন ভাঙড়, ক্যানিং, দিনহাটা, মুর্শিদাবাদের একাধিক এলাকা খবরের শিরোনামে উঠে এসেছিল। বিরোধী শিবিরের অনেকে মনোনয়ন জমা দিতে পারেননি বলে অভিযোগ করেছিলেন। এসব কানে পৌঁছতেই উদ্বিগ্ন হয়ে এলাকা পরিদর্শনে ছুটে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আর তারপর তিনি রাজভবনেই ‘পিস রুম’ খোলেন। তা চালু হতেই কার্যত নালিশের পাহাড়।
উল্লেখ্য়, পঞ্চায়েত ভোট মিটলেও আদালতে ভোট সংক্রান্ত মামলার এখনও নিষ্পত্তি হয়নি। বরং জয়ী সমস্ত প্রার্থীর ভাগ্য নির্ভর করবে মামলার ভবিষ্যতের ওপর। অর্থাৎ গণনাপর্ব মেটার পরও গোটা ভোট প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা কাটেনি না। এ বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করেছে আদালত। কমিশন যাঁদের জয়ী ঘোষণা করেছেন, তাঁদের জয় মামলার প্রেক্ষিতে আদালতের রায়ের পরেই চূড়ান্ত হবে। স্বাভাবিকভাবেই এই নির্দেশিকা ঘিরে চাপানউতোর শুরু হয়েছে নতুন করে। এদিকে বৃহস্পতিবারই রাজভবনে গিয়েছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাজ্য়পালের থেকেও তাঁরা ভোট-হিংসার রিপোর্ট নেবেন বলে জানা যাচ্ছে।