অবতক খবর :: শিলিগুড়ি ::      পি পি ই কীট পড়ে থাকা নিয়ে উত্তেজনা ছড়ালো শিলিগুড়িতে। আজ সকালে শিলিগুড়ির প্রধাননগরের সেন্ট মেরী ইষ্কুলের সামনে পিপিই কীট পড়ে থাকা নিয়ে উত্তেজনা ছড়ালো। সরকারী নিয়ম অনুযায়ী কোথাও এইভাবে পি পি ই কীট ফেলে রাখা যাবে না।

আজ সকালে স্থানীয় এক দোকানদার পি পি কীট পড়ে থাকতে দেখে খবর দেন ওই এলাকার স্থানীয় মানুষদের। স্থানীয় মানুষ খবর দেয় সাস্থ্য দপ্তরকে। সাস্থ্য দপ্তর থেকে এসে পিপি কীটগুলি সানেটাইজ করে নিয়ে যান। পরে ওই এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন,তারা জানান সব জেনেও কিভাবে এইভাবে রাস্তায় পি পি কীট ফেলে রাখেন মানুষ। এইভাবে আরো সংক্রমন ছড়িয়ে যাচ্ছে। পরে সাস্থ্য দপ্তর থেকে কীট নিয়ে গেলে পরিস্থিতি আয়ত্যে আসে।