অবতক খবর,১৪ আগস্ট,বাঁকুড়া:- ফের বাঁকুড়া শিরোনামে। এবার পুকুরের পাশ থেকে ৮৮টি কিপ্যাড মোবাইল উদ্ধার করল বাঁকুড়া জেলা পুলিশ।
গত দুদিন আগে বাঁকুড়া জেলা পুলিশ প্রায় নয় হাজার ভুয়ো সিম কার্ড ও ভুয়ো ই-ওয়ালেটের পর্দা ফাঁস করেছিল।আর তার ৪৮ ঘন্টা পেরোতে না পেরোতেই এবার ছাতনা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গতকাল রাতে ছাতনা ব্লকের আড়রা গ্রাম সংলগ্ন একটা পুকুর পাড় থেকে উদ্ধার করা হলো ৮৮টি কিপ্যাড মোবাইল উদ্ধার করে।
তবে কে বা কারা এই মোবাইল গুলি ওই স্থানে ফেলেছে বা কী উদ্দেশ্যে এই মোবাইল গুলি ব্যবহার করা হত, সে বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ছাতনা থানার পুলিশ তথা বাঁকুড়া জেলা পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান, ওটিপি’র মাধ্যমে টাকা তোলার কাজে লাগানো হতো এই মোবাইল গুলি।
তবে জেলা পুলিশ ইতিমধ্যে মোবাইল গুলির IMEI নাম্বার দিয়ে তদন্ত শুরু করেছে।