অবতক খবর,১৮ ফেব্রুয়ারি : পুকুর পাড়ের সীমানা অথাৎ বেড়া ভাঙার প্রতিবাদ করায় এক অন্ত:সত্ত্বা মহিলাকে ব্যাপক মারধর। মারধরের অভিযোগ ওঠে এক প্রতিবেশী পরিবারের ৩ জনের বিরুদ্ধে। ৪ মাসের অন্ত:সত্ত্বা মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় শুক্রবার রাতের দিকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
আক্রান্ত মহিলার নাম চম্পা রজক বয়স ২৫বছর। ইংলিশবাজার থানার নিত্যানন্দপুরে তাঁর বাড়ি। অভিযুক্তরা হলেন কানাই রজক, তার স্ত্রী মল্লিকা রজক ও মা শ্রীমতী রজক। আক্রান্ত মহিলা চম্পা রজক-এর একটি পুকুর রয়েছে গ্রামের এক প্রান্তে। সেখানে যোগানদার হিসেবে থাকেন শ্বশুরমশাই। এদিন অভিযুক্ত কানাই পুকুরপাড়ের রাস্তা ধরে আসার সময় বেড়ার কিছুটা অংশ তার কাছে ভেঙে যায়। ওই পুকুর পাড়ের সীমানা বেড়া নিয়ে প্রতিবাদ করেছিলেন শ্বশুর। পরে সে সপরিবারে চম্পা রজক-এর বাড়িতে এসে আক্রমণ চালায় তার ওপর।