অবতক খবর,২৬ সেপ্টেম্বরঃ ২৬ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের ভারি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ২ তারিখ থেকে বৃষ্টি একটু বাড়বে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে। দুই থেকে পাঁচ এই সময়টা দক্ষিণবঙ্গে সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ইনক্লুডিং কলকাতা। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে ২৬ ও ২৭ তারিখে দার্জিলিং জলপাইগুড়ি। ২৬ তারিখে দুই দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি ২৭ তারিখে আলিপুরদুয়ার দার্জিলিং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ২৮ তারিখ থেকে ৩ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের কোথাও কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ৪ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি পাড়ার সম্ভাবনা আছে বিশেষ করে চার ও পাঁচ তারিখে।

আগামী ১ তারিখ নাগাদ পূর্ব মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তার ফলে দক্ষিণবঙ্গে দুই থেকে পাঁচ তারিখ পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা।