অবতক খবর , উত্তর দিনাজপুর : পুজোর আনন্দ থেকে যেন বঞ্চিত না হয় বৃদ্ধাশ্রম এর আবাসিকরা। এই উদ্দেশ্যকে সামনে রেখে ইসলামপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর মূল সহযোগিতায় এবং অন্য ভুবন সমাজ কল্যাণ মূলক সংস্থা ও অবুঝ সবুজ আবৃত্তি শিক্ষায়তন নামে অপর দুটি সংস্থার ব্যবস্থাপনায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে তুলে দেওয়া হলো তাদের প্রয়োজনীয় জিনিস।
বালিশ, বিছানা চাদর সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তাদের হাতে বুধবার তুলে দেওয়া হয় বলে জানান তিন সংস্থার পক্ষেই সুশান্ত নন্দী। তিনি বলেন নতুন পোশাকের পরিবর্তে বৃদ্ধাশ্রমের আবাসিকদের প্রয়োজন ছিল কিছু অত্যাবশ্যকীয় জিনিসপত্র। সেই চাহিদাকে সামনে রেখেই এবং সেসব তুলে দেওয়া হয় এদিন।
অন্যদিকে ওই তিন সংস্থার পক্ষ থেকে এবং স্বপ্ন নামে একটি সমাজকল্যাণমূলক সংস্থার সহযোগিতায় স্থানীয় হাই স্কুল মোড় সংলগ্ন এলাকায় থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু-কিশোর-কিশোরীদের অভিভাবকদের হাতে পুজোর নতুন পোশাক তুলে দেওয়া হয়। নতুন পোশাকের দায়িত্বে ছিলেন ওই তিনটি সংস্থাই। পাশাপাশি স্বপ্ন সংস্থার পক্ষ থেকে ওদের তুলে দেয়া হয় হরলিক্স, প্রয়োজনীয় ঔষধ ইত্যাদি। এছাড়াও মুক্তা বিশ্বাস নামে জনৈক সমাজকর্মী এগিয়ে এসে ওদের হাতে তুলে দেন সাবান ও মাক্স। দুটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন অন্যান্যদের মধ্যে স্বপ্ন সংস্থার সম্পাদক সুদীপ্ত ভৌমিক, সভাপতি শঙ্খদীপ বাগচী, সুশান্ত নন্দী, তপতী শিকদার, মিতা দত্ত ,মধুমিতা চক্রবর্তী দাস,জয় বিকাশ বিশ্বাস, সুখেন্দু বিশ্বাস ,রাজু দাস,সুশান্ত মন্ডল সহ একঝাঁক সমাজকর্মী।