অবতক খবর,৭ অক্টোবর: পুজোর পরেই খুলবে স্কুল। আর স্কুল গুলিকে মেরামতের জন্য ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলি মেরামতের জন্য ১০৯ কোটি ৪২ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। রাজ্যের মোট ৬৪৬৮টি স্কুল মেরামত হবে এই টাকায়। এই খবরে স্বভাবতই খুশি স্কুল কর্তৃপক্ষ এবং ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। ইতিমধ্যে স্কুল শিক্ষা দপ্তর সমস্ত স্কুল গুলিকে কালী পুজোর আগেই স্কুল গুলি যাতে পঠন-পাঠনের উপযোগী হয় সেই ব্যবস্থা নিতে বলেছেন। তবে আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণীর পঠন-পাঠন শুরুর কথা ভাবা হচ্ছে।