অবতক খবর,৫ আগস্ট: আজ নবান্নে ‘গ্লোবাল অ্যাডভাইজারি কমিটি’র সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ওই বৈঠকে উপস্থিত ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেন,”স্কুল খোলা নিয়ে চিন্তাভাবনা করছেন মুখ্যমন্ত্রী। সম্ভবত পুজোর পরেই খোলা হবে স্কুল-কলেজ। একদিন অন্তর একদিন স্কুল-কলেজ খোলার চিন্তাভাবনা চলছে। তবে কোন শ্রেণীর পড়ুয়াদের ক্লাস আগে শুরু হবে সে বিষয়ে কিছু জানাননি মুখ্যমন্ত্রী।”

সামনেই পুজো। পুজোতে বেশি জমায়েত হলে সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। সেই সময় পরিস্থিতি কি হবে,সেটা মাথায় রেখেই পুজোর পরে স্কুল-কলেজ খোলা হবে কিনা সেটা বিবেচনা করা হবে।