অবতক খবর , নরেশ ভকত, বাঁকুড়া : পুজোর মুখে শ্রমিকদের শুনতে হলো দুঃসংবাদ। পুজোর মুখে কারখানায় সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলালো বাঁকুড়ার জুনবেদিয়া একটি কাস্ট আয়রন ফ্যাক্টরি।
বৃহঃস্পতিবার সকাল থেকে কারখানার সমস্ত কাজ বন্ধ করে দেয় ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ। আর ফলে ওই কারখানার উপর নির্ভর শ্রমিক এবং তাদের কপালে পড়লো চিন্তার ভাঁজ।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই এই লাভজনক কারখানা ধীরে ধীরে রুগ্নতার চেহারা নিয়েছে। বেশ কয়েক বছর আগে এই কারখানা ব্যাংকের হাতে চলে যায় বলে জানাগেছে। পুজোর আগে এই কারখানা বন্ধ করার সিদ্ধান্ত কারখানার উপনির্ভর শীল মানুষ গুলোর মুখের হাসি টুকু কেড়ে নিল। হাসি কেড়ে নিল কারখানার উপর নির্ভরশীল কারখানার উপর নির্ভরশীল পরিবার গুলোর।