অবতক খবর,১২ অক্টোবর: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজোর কদিন বাঙালি সমস্ত কিছু ভুলে গিয়ে মেতে থাকে এই উৎসবকে কেন্দ্র করে। আর আবহাওয়া ভালো থাকলে মানুষের খুশির কোন সীমাই থাকেনা। কিন্তু হয়তো এবছর চিত্রটা একটু পাল্টাতে চলেছে। উড়িষ্যা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব পড়বে এই রাজ্যেও। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, অষ্টমী থেকে কলকাতা এবং সংলগ্ন জেলা ও উপকূলবর্তী অঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হবে। সেই রেশ থাকবে নবমী পর্যন্ত। উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস, সবমিলিয়ে একটু হলেও মন খারাপ বাঙালির।