অবতক খবর :: শিলিগুড়ি ::    শিলিগুড়ি পুরনিগমের ৪৪ নম্বর ওয়ার্ডের একটি অ্যাপার্টমেন্টের ৩১ বছর বয়সী এক ব্যক্তির করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর বুধবার রাতে তাকে মাটিগাড়ার কোভিড হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার সকালে করোনা পজিটিভ ওই ব্যক্তি যেখানে থাকেন ওই অ্যাপার্টমেন্টটিকে প্রশাসনের তরফে সিল করে দেওয়া হয়। আগামী ১৪ দিন অবধি ওই অ্যাপার্টমেন্টের কোনো বাসিন্দা বাইরে যেতে এবং বাইরের কোনো ব্যক্তি আসতে পারবেন না। কোন কিছুর প্রয়োজন হলে একটি নম্বার দেওয়া হয়েছে যেটাতে ফোন করলে জিনিস পৌছে দেওয়া হবে।এছারাও ওই ফ্ল্যাট এর চারিদিকে সানেটাইজ করা হয়েছে বলে জানানো হয়েছে পুরনিগমের তরফ থেকে।