অবতক খবর,২৮ ফেব্রুয়ারি: পুরভোটে সন্ত্রাসের অভিযোগে ১২ ঘণ্টার বাংলা বন্ধ বিজেপির। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রাজ্য সরকারও। সকাল থেকে রাস্তায় রাস্তায় মোতায়েন অতিরিক্ত পুলিশ বাহিনী। নবান্ন সূত্রে খবর, খোলা থাকছে সব সরকারি অফিস। না এলে কাটা যাবে কর্মজীবনের একদিন। সচল থাকবে পরিবহণ। আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ।
রবিবার ডিএম, এসপি-দের সঙ্গে জরুরি বৈঠকে নির্দেশ দেন মুখ্যসচিব। বিজেপির ডাকা বাংলা বন্ধের ইস্যুকে সমর্থন করেছেন অধীর চৌধুরী। গণতন্ত্রের লড়াইয়ে না থেকে বন্ধ কেন? প্রশ্ন সুজনের। সমালোচনায় সরব তৃণমূল। বিজেপির বন্ধের পাল্টা, সোমবার বিকেলে ওয়ার্ডে ওয়ার্ডে মিছিলের ডাক তৃণমূলের।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীও জানিয়েছেন, বন্ধের কারণ সমর্থনযোগ্য। সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ভোট-অশান্তির নিন্দা করলেও কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীদের ‘ যা হল তা খুবই খারাপ। বিপজ্জনক। গণতন্ত্রকে দলিত করা হয়েছে। এর নিন্দার ভাষা নেই। সারা দিন প্রতিবাদ লড়াইতে আমরা ছিলাম, সারাদিন বিজেপিকে দেখা গেল না, ৭৭ বিধায়কের বিরোধী দল, তারা হয়ে গেল ভ্যানিশ!’ যদিও তৃণমূলের কটাক্ষ, ‘ রাজনৈতিকভাবে মোকাবিলা হবে, প্রশাসন রাস্তায় থাকবে, মানুষ দেখিয়ে দেবে, বাংলায় বনধের কালচার নয়। ‘