অবতক খবর,৭ জানুয়ারি,বাঁকুড়া:- পুরসভা ভোটের আগে মাস্ক রাজনীতি নিয়ে সরগরম শাসক, বিরোধী শিবির। পুলিশ প্রশাসনের পাশাপাশি রাস্তায় নেমে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জনদরদী ভাবমূর্তি তুলে ধরতে মরিয়া তৃনমূল ও বিজেপি ।

উত্তরোত্তর কোভিড গ্রাফের বৃদ্ধি রুখতে এবার বাঁকুড়া জেলা পুলিশ ও প্রশাসনের পাশাপাশি রাস্তায় নামল শাসক ও বিরোধী শিবিরের নেতা নেত্রীরা। শুক্রবার সকালে বাঁকুড়া শহরের একপ্রান্তে মাস্কবিহীন পথচারীদের হাতে যখন মাস্ক তুলে দিয়ে বিজেপি বিধায়ক সচেতনতার বার্তা দিলেন তখন শহরের অপর প্রান্তে পুরসভার প্রাক্তন উপপুরপ্রধান বাজারে ঘুরে ঘুরে মাস্কবিহীন ক্রেতা বিক্রেতাদের নিজে হাতে মাস্ক পরিয়ে দিলেন। পুরসভা নির্বাচনের আগে শাসক বিরোধী শিবিরের এমন মাস্ক রাজনীতি ঘিরে সরগরম বাঁকুড়ার রাজনৈতিক মহল।

বাঁকুড়া পুরসভার নির্বাচনের এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি। কিন্তু তার আগে সব দলের অন্দরমহলেই চলছে প্রার্থী বাছাই প্রক্রিয়া। কোনো রাজনৈতিক দলই বড় জমায়েতের পক্ষে না হাঁটলেও ছোট ছোট বৈঠক ও দেওয়াল লিখন করে শুরু হয়েছে প্রচার। আর এরই মাঝে উদ্বেগ বাড়াচ্ছে জেলার করোনা চিত্র।সারা রাজ্যের পাশাপাশি দৈনিক সংক্রমণের নিরিখে আগেই সেঞ্চুরি হাঁকিয়েছে বাঁকুড়া জেলা। গত ২৪ ঘন্টায় বাঁকুড়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১২০ জন। এই পরিস্থিতিতে পুলিশ ও প্রশাসন মাস্ক বিহীন পথচারীদের সচেতন করতে রাস্তায় নেমে কঠোর পদক্ষেপ নিচ্ছে। পুলিশ ও প্রশাসনের পাশাপাশি এবার তৃনমূল ও বিজেপির নেতা নেত্রীরা মাঠে নামলেন। আজ সকালে ভৈরবস্থান মোড় এলাকায় রাস্তায় ঘুরে ঘুরে মাস্ক বিহীন পথচারীদের মুখে তুলে দিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানা । মাস্ক পরে না বেরোলে এক ঘন্টা ঠায় বসিয়ে রাখার কড়া বার্তাও দিলেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের। ঠিক একই সময়ে বাঁকুড়া শহরের আরেক প্রান্তে রানীগঞ্জ মোড়ে দলের কর্মী সমর্থকদের সাথে নিয়ে রাস্তায় নামলেন বাঁকুড়া পুরসভার প্রাক্তন উপ পুরপ্রধান দিলীপ আগরওয়াল। বাজারের দোকানে দোকানে ঘুরে মাস্ক বিহীন ক্রেতা বিক্রেতাদের হাতে মাস্ক তুলে দেওয়ার পাশাপাশি মাস্ক বিহীন ক্রেতাদের দোকানে প্রবেশ করতে না দেওয়ার অনুরোধ জানালেন। উভয়েই বললেন রাজনীতির জন্য নয়। বিপদে মানুষের পাশে থেকে সার্বিক ভাবে করোনা মোকাবিলার জন্যই এই উদ্যোগ।