অবতক খবর,৩১ জুলাই:মুদিখানা দোকানের পুরানো বিবাদের জেরে জেঠু ও তার ছেলেদের হাতে জখম দুই ভাইপো। আহত ভাইপোদেরকে ভর্তি করা হয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। জানা গেছে, জখম ভাইপোর নাম শত্রুগণ রায়(৩৫) ও দূর্যোধন রায়(৩২)। ফারাক্কা থানার যজ্ঞেশ্বর পুর এলাকায় বাড়ি তাদের। অভিযুক্ত জেঠুর নাম জয়ন্ত রায় ও তার তিন ছেলে সাধন রায়,বিধান রায়,ছোটন রায়। একই বাড়িতে তাঁরা থাকেন। জানা গেছে, বাড়ি থেকে হাফ কিলোমিটার দূরে জয়ন্ত রায়ের একটি মুদিখানার দোকান ছিল,দোকানটিকে কে বা কারা গত ৫ মাস আগে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় বলে অভিযোগ। তারপর থেকেই সন্দেহ করে ভাইপোদের ওপর।এই নিয়ে বচসা হলে শনিবার সকালে এই বিবাদ চরম আকার ধারন করে। ধারালো অস্ত্র নিয়ে ২ ভাইপোর ওপর হামলা চালায় জেঠু জয়ন্ত রায় ও তার তিন ছেলে,এমনই অভিয়োগ। এমনকি ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও সারা শরীরে আঘাত করা হয় বলে অভিযোগ।