অবতক খবর,১৫ মার্চ,নদীয়া:- গত 13 ই মার্চ রবিবার বিকালে রাস্তায় হাঁটতে বেরিয়ে খুন হন পুরুলিয়ার ঝালদা পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের সদ্য বিজয়ী কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। তপন কান্দুর শেষ যাত্রায় পা মেলান অধীর রঞ্জন চৌধুরী। তিনি সিবিআই তদন্তের দাবি করে এ প্রসঙ্গে বলেন পুলিশ এবং শাসক দলের যোগসাদৃশ্যেই পূর্ব পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বহুদিনের এই কংগ্রেস কর্মী কে। শুধু মুর্শিদাবাদ নয়, সারা রাজ্যের কংগ্রেস কর্মীরা বিক্ষোভে ফেটে পড়ে।
আজ নদীয়া জেলার কংগ্রেস সভাপতি অসীম সাহার নেতৃত্বে, কৃষ্ণনগর প্রশাসনিক ভবনের সামনে এক বিক্ষোভ কর্মসূচি পালিত করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কংগ্রেস কর্মীরা। এ বিষয়ে অসীম বাবু বলেন, 12 সদস্য বিশিষ্ট ঝালদা পৌরসভায় তৃণমূল পাঁচটি কংগ্রেস 5 টি এবং কংগ্রেস সমর্থিত দু’জন নির্দল জয় লাভে করে।
তার স্ত্রীও 12 নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন কংগ্রেস থেকেই।
কারণে পুরসভা গঠনে এগিয়ে ছিল কংগ্রেস, তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিকল্পিতভাবে পুলিশের সহযোগিতায় খুন করা হয়েছে আমাদের জয়ী কাউন্সিলর কে।
এ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো কিনারা করতে পারেনি পুলিশ, তাই সিবিআইয়ের দাবী করছি আমরা।