অবতক খবর ,নদীয়া:: পৌরসভারগুলির পুর ভোট নির্বাচনের আগে নদীয়া জেলার শান্তিপুর ওয়ার্ড গুলিতে শুরু হল বিজেপির দেওয়াল লিখনের কাজ ।পুর নির্বাচন ঘোষনা হওয়ার আগেই কর্মীদের মনোবল বাড়াতে এই উদ্দোগ নেওয়া হয়েছে বলছেন শহরের নেতৃত্বগণ ।
শান্তিপুর এলাকার সমস্ত ওয়ার্ডে এখন থেকেই দেওয়াল লিখনের কাজ শুরু হওয়ায় বি জে পির দলের নেতৃত্বদের মনে পুর ভোটের জন্য আশা আকাঙ্খা ও উৎসাহ জাগিয়ে তুলছে ।