অবতক খবর , সংবাদদাতা :: মুর্শিদাবাদে পুলিশকেই ভয় পাচ্ছে নির্বাচন পরবর্তী হিংসায় আক্রান্ত মানুষেরা। পুলিশের প্রতি আক্রান্তদের মনে ভরসা নেই। বৃহস্পতিবার আক্রান্ত মানুষের সাথে কথা বার্তার পর এই মন্তব্য, মুর্শিদাবাদে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের প্রধান জাতীয় সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান আতিফ রশিদ মন্তব্য করেছেন।
আজ সকালে বহরমপুর সার্কিট হাউসে, নির্বাচন চলাকালীন ও ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে আসেন কমিশনের ৫ সদস্যের প্রতিনিধি দল। জেলা শাসক ও জেলার পুলিশ সুপার সহ জেলা প্রশাসনের কর্তাদের সামনেই আক্রান্তরা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন। আতিফ রশিদ জানান পূর্বের চার থেকে পাঁচটি অভিযোগের তদন্তে আসলেও কমিশনের আসার খবর পেয়ে শতাধিক অভিযোগকারী সেখানে হাজির হন, তাদেরও অভিযোগ মন দিয়ে শোনা হয়।
কমিশন চলে যাবার পর অভিযোগকারীদের প্রতি পুনরায় সন্ত্রাস বা আক্রমণ হলে তার জন্য স্থানীয় প্রশাসনকে শাস্তির মুখে পড়তে হতে পারে বলেও হুশিয়ারি দেন তিনি। আজ কমিশনের সামনে আসতে দিতেও অভিযোগকারীদের জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়ার অভিযোগও করেন তিনি। বেশ কিছু পুলিশ কর্তা ও প্রশাসনিক আধিকারিকদের ভূমিকা সবিস্তারে দেশের সর্বোচ্চ আদালতে জানানো হবে বলেও জানান তিনি।