অবতক খবর ২৪ জুলাইঃ পঞ্চায়েত নির্বাচনের পূর্ব থেকেই ভাঙরে রাজনৈতিক সংঘর্ষ,খুন, ভাঙচুর,অগ্নি সংযোগের ঘটনা ঘটে চলেছে। জানা গিয়েছে,ভাঙর অঞ্চলে প্রায় ১০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ভাঙ্গরে‌র অধিবাসী মহিলাদের অভিযোগ, প্রতি রাতে বিভিন্ন গ্রামে চলছে পুলিশী অভিযান এবং তাণ্ডব।এই অভিযোগকে কেন্দ্র করে সোমবার ভাঙরের কাশীপুর থানার কাটাডাঙ্গা গ্রামে ঝাঁটা হাতে বিক্ষোভ দেখিয়েছেন মহিলারা।

রাজ্যে সম্প্রতি মালদহে দুই মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটা সহ মারধরের ঘটনার অভিযোগে রাজ্য তোলপাড়, আরো উল্লেখযোগ্য এই বিবস্ত্র মহিলারাই নাকি পুলিশ ফাঁড়িতে ভাঙচুরের জন্য দায়ী, তাদের গ্রেপ্তারও করা হয়েছিল, কিন্তু নিঃশর্তে তাদের জামিন দেওয়া হয়েছে।

অন্যদিকে এই পশ্চিমবঙ্গেই ভাঙ্গরের মহিলারা ঝাঁটা হাতে যেভাবে প্রতিবাদ করছেন যেভাবে নারীরা প্রতিবাদের সামনের সারিতে হাজির হচ্ছেন সেটি একটি উল্লেখযোগ্য ব্যাপার হয়ে উঠেছে।