নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া :: ‘লক ডাউনে’র শুরু শুরুতে জনগণকে বাগে আনতে যে পুলিশকে লাঠি হাতে দেখেছিলেন বাঁকুড়ার মানুষ। সেই পুলিশেরই এক ভূমিকার সাক্ষী থাকলেন এই জেলার মানুষ। প্রায় শিল্প বিহীন বাঁকুড়া জেলার আঞ্চলিক অর্থনীতির অন্যতম প্রধান উৎস কৃষি কাজ। জেলার সিংহভাগ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চাষাবাদের সঙ্গে যুক্ত। করোনা সতর্কতায় লক ডাউনের জেরে সাধারণ কৃষিজীবি মানুষ চরম সমস্যায় পড়েছেন। এবার সাটসা নামে একটি সংগঠনকে সঙ্গে নিয়ে কৃষিজীবি মানুষের পাশে দাঁড়ালো বাঁকুড়া জেলা পুলিশ।
লকডাউনের কারণে কাজ হারানো ছাতনার কুশবোনা গ্রামের ৭০ টিরও বেশী প্রান্তিক মানুষের সাহায্য করতে এগিয়ে এলেন বাঁকুড়ার জেলা পুলিশ। উচ্চ ফলনশীল ধান সহ অন্যান্য মরশুমী শাক সব্জীর বীজ, সার, বীজ শোধনের জন্য ছত্রাক নাশক সহ গামছা, সাবান, মাস্ক তুলে দিলেন তারা। পুলিশের এই ভূমিকায় খুশি কুশবোনা গ্রামের মানুষ। আসন্ন খরিফ মরশুমে ধার দেনা করে চাষ করতে হবেনা। পুলিশের সৌজন্যে ঐ সমস্যা খানিকটা হলেও মিটলো বলে তারা মনে করছেন।
এদিন উপস্থিত ‘সাটসা’র জেলা সম্পাদক শঙ্কর দাস বলেন, এই জেলার একটা বড় অংশের মানুষ কৃষির সঙ্গে যুক্ত। লক ডাউনে অনেকেই সমস্যায় পড়েছেন। জেলা পুলিশের সঙ্গে তারাও তাদের পাশে আছেন।এদিন উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার শ্যামল সামন্ত। লক ডাউনের কারণে কৃষি কাজ অনেকখানি ব্যহত। পুলিশের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানো হচ্ছে বলে তিনি জানান।