অবতক খবর, নরেশ ভকত, বাঁকুড়াঃ পুলিশের বিরুদ্ধে তৃণমূলের ফতোয়া জারি, ভাইরাল ভিডিও হওয়ায় শোরগোল পড়ে যায় বাঁকুড়া জেলা জুড়ে, তীব্র নিন্দা করে বিজেপি। করোনা আক্রান্ত পুলিশদের কোন খাদ্য সামগ্রী বিক্রি না করার ফতোয়া জারি তৃণমূলের।
বাঁকুড়া শিল্পাঞ্চলে একটি ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় বড়জোড়া শিল্পাঞ্চল জুড়ে। রাজ্যে যখন ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা সেই সময় সামনের সারিতে থেকে লড়াই করছেন পুলিশ কর্মীরা, যারা করোনা যোদ্ধা নামে পরিচিত। এই ভিডিওর তীব্র সমালোচনা করেছে বিজেপি। উল্লেখ্য, রাজ্য সশস্ত্র বাহিনীর 13 নাম্বার ব্যাটেলিয়ানের বড়জোড়া ক্যাম্পে 29 জন পুলিশ কর্মী করোনা আক্রান্ত বলে জানাযায়, এর পরপরই তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC র তরফে হেন্ড মাইক নিয়ে গোটা এলাকায় এমনই এক প্রচার করা হয়।
অন্যদিকে তৃণমূলের নেতৃত্তের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূল নেতা জানান কে বা কারা প্রচার চালিয়েছে তা আমরা বলতে পারব না কিন্তু যে পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন তারা স্বচক্ষে ঘুরে বেড়াবেন এটাও হতে পারে না। তাদের উচিত তারা কন্টেনমেন্ট জোনে থাকা। তিনি আরো বলেন দরকার লাগলে আমরা সমস্ত খাদ্য জিনিসপত্র তাদের পৌছে দিতে পারি সে সব ব্যবস্থা আমরা মাইকে অবশ্যই বলছি কিন্তু পুলিশকর্মীদের জিনিসপত্র বিক্রি করতে বারণ বা তাদের থেকে দূরে থাকতে বা তাদের কোনো কিছু মালপত্র দেওয়া হবে না এ ধরনের যারা প্রচার করছেন তারা একেবারে ঠিক করছেন না। এমন কোনো সিদ্ধান্ত তৃণমূল থেকে নেয়া হয়নি। তবে এটা নিয়ে বিজেপির নাক গলিয়ে অহেতুক মাইলেজ পাওয়ার চেষ্টা করছে।