অবতক খবর,১ সেপ্টেম্বর: পুলিশ ডে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গোটা রাজ্য জুড়ে পুলিশ ডে পালন করা হচ্ছে। ‌
পুলিশ ডে উপলক্ষে কোথাও মাস্ক বিতরণ করা হচ্ছে, কোথাও হেলমেট, আবার কোথাও বা আয়োজন করা হয়েছে রক্তদান শিবিরের।
আর সেই সঙ্গে পুলিশের পক্ষ থেকে চলছে সাধারণ মানুষের উদ্দেশ্যে সচেতনতা মূলক বার্তা দেওয়া। পুলিশ ডে উপলক্ষে এইরকম অনেক উদ্যোগ নেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। ঠিক সেই রকমই উল্লেখযোগ্য একটি প্রকল্প হচ্ছে দুয়ারে পুলিশ।

রাজ্যজুড়ে যেরকম দুয়ারে সরকার প্রকল্প চলছে, ঠিক একই রকমভাবে মানুষের সাহায্যার্থে ‘দুয়ারে পুলিশ’ এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ইতিমধ্যে পুলিশের এই উদ্যোগ যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে মানুষের মধ্যে।

আজ পুলিশ আধিকারিকদের এই বিশেষ দিনে কাঁচরাপাড়া তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বীজপুর থানায় পুলিশ প্রশাসনকে সম্মান জ্ঞাপন করা হল।

আজ ছাত্র পরিষদের সদস্যরা সমস্ত পুলিশ আধিকারিকদের গোলাপ ও কলম দিয়ে সম্মান জানালেন।

অন্যদিকে কাঁচরাপাড়া গান্ধী মোড়, কলেজ মোড় অঞ্চলে যে সকল ট্রাফিক পুলিশরা দিনরাত রোদ,ঝড়,জল,বৃষ্টিতে দাঁড়িয়ে মানুষের পরিষেবা দেন,তাদেরকেও সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে কাঁচরাপাড়া কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে।