অবতক খবর,১ সেপ্টেম্বর: পুলিশ ডে উপলক্ষে হালিশহর থানার উদ্যোগে আয়োজিত হলো বাইক রেলি।এই রেলির শুভ সূচনা করলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী।

এছাড়াও উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার চেয়ারম্যান রাজু সাহানি, আইসি আশিস দলুই সহ অন্যান্য পুলিশ আধিকারিক এবং সিভিক ভলেন্টিয়াররা।