অবতক খবর,১ সেপ্টেম্বর: আজ পুলিশ দিবস উপলক্ষে বীজপুর থানার উদ্যোগে আয়োজিত হল সাইকেল র্যালি।
সাইকেল রেলিতে অংশগ্রহণ করলেন বীজপুর থানার ভারপ্রাপ্ত আইসি জয়প্রকাশ পান্ডে সহ সাব ইন্সপেক্টর সন্তোষ কুমার দাস, সাব ইন্সপেক্টর কল্যাণ খামারু, সাব ইন্সপেক্টর সুজিত বিশ্বাস সহ অন্যান্য অফিসার কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়াররা।
কাঁচরাপাড়া থানার মোড় থেকে কুমোর পাড়া পর্যন্ত সাইকেল এই রেলি করা হয়।