অবতক খবর,২২ সেপ্টেম্বরঃ রাঢ় বাংলায় প্রাচীন তীর্থস্থান গুলির মধ্যে কিরীটকণা অন্যতম। তান্ত্রিক মতে এখানে দেবী দাক্ষায়ণী সতীর মুকুটের কণা অর্থাৎ কিরীট পতিত হয়েছিল। অনেক তন্ত্রবিদ এই কিরীটেশ্বরীকে পূর্ণ পিঠস্থান না বলে উপপীঠ বলে থাকে। পাঠান মোগল শাসনকালেও এই স্থানের খ্যাতি ছিল। এবার ভারত সরকারের পর্যটন মন্ত্রক ভারতের সেরা পর্যটন গ্রাম হিসেবে নির্বাচিত করেছে।

এই তথ্য টুইট করে জানালেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান এই নির্বাচনে ৩১ টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রায় ৭৯৫ টি আবেদন এসেছিল তার মধ্যে কিরীটেশ্বরী কে ভারত সরকারের পর্যটন মন্ত্র সেরা পর্যটন গ্রাম হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তিনি টুইটের মাধ্যমে আরো জানান আগামী ২৭ এ সেপ্টেম্বর নিউ দিল্লি থেকে সরকারের পর্যটন মন্ত্র ভারতের সেরা পর্যটন গ্রামের অ্যাওয়ার্ড অর্থাৎ পুরস্কার তুলে দিবেন। মাননীয়া মুখ্যমন্ত্রী সর্বশেষে ওই গ্রামের সমস্ত মানুষকে ধন্যবাদ জানিয়েছেন।