অবতক খবর,৯ অক্টোবর: প্রায় ১৫ কুইন্টাল ওজনের একটি হাতিকে তুলে নিয়ে গেল এক ট্রাক্টর চালক তাই দেখে হতবাক অনেকেই। অবাস্তব মনে হলেও বাস্তব সত্য একটি ঘটনা । এ যেন এক ফিল্মি রহস্য। কি ঘটেছিল ঘটনাটি জানেন ? কার্তিকের জঙ্গলের পাশেই গৌরি বস্তিতে তুরতুরি নদীর পাশে একটি পূর্ণবয়স্ক গর্ভবতী মা হাতিকে পড়ে থাকতে দেখেন জনতা এরপরেই খবর দেওয়া হয় বন দপ্তরকে। ঘটনাস্থলে ছুটে আসেন বনদপ্তরের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা।

দীর্ঘক্ষন পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পান হাতিটি মারা গেছে। এরপরেই ওই এলাকা থেকে হাতিটিকে ক্রেন দিয়ে ট্রাক্টরে তুলে কার্তিকার গভীর জঙ্গলে নিয়ে যান ময়না তদন্তের জন্য। আর সেখানেই এক এক করে তিনজন চিকিৎসক ময়নাতদন্ত করলেন পূর্ণবয়স্ক গর্ভবতী মা হাতিটির । ডুয়ার্সের জঙ্গল গুলোতে একের পর এক হাতি মৃত্যুর ঘটনা ঘটছে। নর্থ রায়ডাক রেঞ্জ থেকে শুরু করে জলদাপাড়া ইস্ট রাজাভাত খাওয়ার রেঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জঙ্গলে হাতি মৃত্যুর ঘটনা ঘটছে। গতকাল গভীর রাতে জঙ্গল থেকে চারটি হাতি বেরিয়ে এসে চলগৌরী বস্তিতে আবাদ নষ্ট করে দিয়েছে। রবিবার বেলা ৯:৩০ নাগাদ মাদি হাতীটিকে কার্তিকার গভীর জঙ্গলে নিয়ে যায় যদিও সেখানে সংবাদমাধ্যমের প্রতিনিধি থেকে শুরু করে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছিল বনদপ্তরের আধিকারিকরা।