অবতক খবর,২৭ জুলাই,পূর্ব বর্ধমান:- গলসিতে পথ দুর্ঘটনায় কবলে যাত্রীবাহী সরকারী বাস। ঘটনায় আহত হয়েছে বাস ও মোটর বাইক চালক সহ মোট ছয়জন।প্রতক্ষদর্শীদের থেকে জানা গেছে বাসটি দ্রুতগতিতে ২ নং জাতীয় সড়ক ধরে বর্ধমানের দিক থেকে দূর্গাপুরের দিকে যাচ্ছিল। সেই সময় গলিগ্রামের কাছে প্রেট্রল পাম্পের উল্টোদিকে একটি তেলের ট্রাঙ্কার ব্রেক কসে রাস্তার পাশে দাঁড়াতে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারায়। ওই সময় ডান দিকে যাওয়া একটি ডাম্পারকে ধাক্কা মেরে রাস্তার মাঝে গার্ড ওয়লে পাঠিয়ে দেয়। এরপর বাম দিকে নিলে একটি বাইককে ধাক্কা মেরে তেলের ট্রাঙ্কারে সেঁটে যায়। ঘটনার জেরে বাসের ভিতরে আটকে পরে বাসের চালক। তড়িঘড়ি গলসি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্থানীয় ও পুরসা গ্রামের বেশ কয়েকজন ছুটে এসে পুলিশের সাথে সহযোগিতা করে উদ্ধার করে আটকে থাকা চালককে। তবে বাসের চালক সুস্থ আছেন বলে জানা গেছে। আহতেদের উদ্ধার করে পুলিশ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য।