অবতক খবর,৫ আগস্ট: পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের একশ্রেণীর রেশন দোকানদার আধার কার্ডের লিংকের নাম করে উপভোক্তাদের প্রতারণা ও হয়রানি করছেন।
অন্য কেউ নয়, তীব্রভাবে এই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা ইফতিকার আহমেদ।
তিনি আবার জেলা আইএনটিটিইউসি-র সভাপতি, অন্যদিকে বিধায়ক খোকন দাসের ঘনিষ্ঠ।
এদিন তিনি সংবাদমাধ্যমের সামনে অভিযোগ করেন, বৃহস্পতিবার এই বর্ধমান শহরের রসিকপুর এলাকায় রেশন নিয়ে দুর্নীতি চলছে।এখানে তাঁর নিজের পরিবারের রেশন কার্ড আছে। তাঁর ভাই রেশন তুলতে এসে তিনমাস ধরে হয়রানির শিকার হচ্ছেন।
এছাড়াও রসিকপুর মেহেদীবাগানের গ্রাহকদের সাথে একই কান্ড ঘটে চলেছে।
তাঁর আরো অভিযোগ, দোকানে আধার লিংকের নাম করে রেশন দেওয়া বন্ধ রাখছে।দোকানে কোনো মজুত পণ্য তালিকা নেই।জিরো ওয়াটের আলো ঝুলিয়ে রেশন দেওয়া হচ্ছে। তাঁর মতে, আধার লিংক ধীরে ধীরে হচ্ছে। তাতে রেশন বন্ধ থাকবে কেন?
অন্যদিকে উপভোক্তা আলা হোসেন জানান, তাকে তিনমাস ধরে ঘোরানো হচ্ছে,এতে তিনি হতাশ।
আর এক উপভোক্তা মমতাজ আলি খান জানান, সরকারি রেশন তাদের বড় অবলম্বন। সরকার দিচ্ছে।কিন্তু কেন তাদের হয়রান হতে হবে?