অবতক খবর,১২ মার্চ,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর এর শুরু হতে চলেছে নবোদয় স্কুল । মাঝের গ্রাম পঞ্চায়েতের ধান্যখেরুর স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন প্রায় ৩০ বিঘা সরকারি জমিতে স্কুল নির্মাণ হবে বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে। মামুদপুর ২’নম্বর পঞ্চায়েতের অন্তর্গত কাইগ্রাম হাই স্কুলের ছাত্রাবাসে অস্থায়ীভাবে পঠন পাঠন প্রক্রিয়া চলবে বলে স্থির হয়েছে।
বুধবার স্কুলের জন্য নির্ধারিত জমি ও আপৎকালীন পড়াশোনার জন্য ছাত্রাবাস পরিদর্শনে আসেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুর নবোদয় স্কুলের অধ্যক্ষ, ও জেলা যুব কল্যাণ আধিকারিক রাখী পাল। ছিলেন মন্তেশ্বরের বিডিও সঞ্জয় কুমার দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখজয়েন্ট বিডিও সোমনাথ সাউ, সমিতির পূর্ত দপ্তরের কর্মদক্ষ রাকিবুল ইসলাম শাহ ।
দুর্গাপুর নবোদোয় স্কুলের অধ্যক্ষ বলেন, পূর্ব বর্ধমান জেলায় নবোদয় স্কুল খোলার জন্য স্থায়ী ও অস্থায়ী জায়গা পরিদর্শন করা হল। জায়গা পছন্দ হয়েছে। বিষয়টি আমরা আধিকারিক দের জানাবো এবং এ বছরই যাতে স্কুলটি শুরু করা যায় সে বিষয়টিও দেখা হবে। মন্তেশ্বরের বিডিও বলেন, নবোদয় স্কুলের পড়াশোনার জন্য বর্তমানে ভীষণ চাহিদা রয়েছে।পড়াশোনার মান অনেক উন্নত হবে। পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন,
স্কুলের ভবন নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও অস্থায়ী পঠন-পঠন কেন্দ্র সহ প্রতিটি বিষয়ে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি পাশে থাকবে বলে জানিয়েছেন তিনি।